নাজমুল হুদা
ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১০৮ জন।
নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চিরন্তন মল্লিক ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি শেখ তাজ হোসেন পান ৪৯ ভোট। এক নং সহসভাপতি আল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি কাজী সাদাত হাসান শাহরিয়ার পেয়েছেন ৪৯ ভোট। দুই নং সহ-সভাপতি গোপিনাথ রায় চৌধুরী ৫১ এবং জান্নাতুল ফেরদৌস ৫০ ভোট পান। এই পদে জান্নাতুল ফেরদৌস ভোট পুনঃগণনার আবেদন করলেও তাতে ফলের কোন পরিবর্তন হয়নি। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএম আলমগগীর সিদ্দিকী সবুজ ৫৫ ভোট পেয়ে জয়ী হন। এ পদে বোরহান উদ্দীন সিদ্দিকী পান ৪৩ এবং এম আরিফুর রহমান পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক ১ পদে জয়ী ইশতিয়াক আহমেদ ৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রবীর চক্রবর্তী ৪৪ ভোট। সাধারণ সম্পাদক ২ এ আব্দুল হালিম ৫৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুজ্জামান সজিব পান ৪১ ভোট। অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বি ইফতেখার আলম রিপন পান ৪৮ ভোট। সদস্য পদে শাহজাহান আলী বিশ্বাস, আবুল কালাম, জাহিদুর রহমান জুয়েল, শফিকুল ইসলাম, আশরাফুল আলম, ফাহিম রাজ, শাহানাজ সুলতানা রিনা, জামাল হোসেন শিমুল, তারিক এনাম জয়ী হয়েছেন। এ পদে শাহজাহান আলী বিশ্বাস এবং আবুল কালাম সমান সংখ্যক ৫১ ভোট পাওয়ায় তারা এক বছর করে পর্যায়ক্রমে দায়িত্বব পালন করবেন।
এছাড়া আশরাফুল আলম ও শাহানাজ সুলতানা রিনা সমসংখ্যক ভোট পাওয়ায় তারা ১ ও ২ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এড. মো. ইসহক স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version