বাংলার ভোর প্রতিবেদক
ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ফুল হাতে চৌগাছা পৌর শহরের ভাস্কর্যের মোড়ে দাঁড়িয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পৌর শহরে আগত সকল শ্রেণি পেশার জনগণকে জানানো হচ্ছে ফুলেল অভ্যর্থনা। একই সময়ে থানায় প্রবেশ করতেই সাধারণ মানুষকে ফুল দিয়ে জানানো হচ্ছে অভ্যর্থনা। ভেতরে গেলে তাদের আপ্যায়ন করা হচ্ছে চা ও চকলেট দিয়ে। গতকাল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে এটি ছিল চৌগাছা থানার চিত্র। পুলিশের এ উদ্যোগে মুগ্ধ সেবাপ্রার্থী ও সাধারণ মানুষ।
চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের আশিকুল ইসলাম মিথুন (২৩) বলেন, আমার একটি বেসরকারি ব্যাংকের চেক বই হারিয়ে গেছে। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছি। থানায় সেবা নিতে পুলিশ কোনো টাকা নেয়নি বরং ফুল দিয়ে বরণ ও চকলেট দিয়ে আপ্যায়ন করেছে।
জগদীশপুর ইউনিয়নের হোসনে আরা বেগম (৫০) বলেন, আমার বিকাশের টাকা অন্য মোবাইলে চলে গেছে। এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ দিতে এসেছি থানায়। থানায় ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। ডিউটি অফিসার আমাকে ডেকে চেয়ারে বসালেন এবং চা খাওয়ালেন। পরে কথা শুনলেন এবং কাজ শেষে সুন্দরভাবে বিদায় জানালেন।
এ প্রসঙ্গে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ভালোবাসা দিবস ও বসন্তবরণকে সামনে রেখে পুলিশ সম্পর্কে মানুষের মনের ভেতরে ভালোবাসার আশ্রয়স্থল তৈরি করতে চাই। তাই এ আয়োজনে পৌর শহরের সকল শ্রেণী পেশার মানুষ ও থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই ফুল ও চকলেট দিয়ে এভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে। পুলিশকে আরও জনবান্ধব করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিরোনাম:
- যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল ভিতরে-বাইরে যানজটে নাকাল
- ফ্যাসিস্টের নির্যাতনের শিকার সকলেই বিএনপি পরিবারের সদস্য : অমিত
- ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে মহিলাদের অসামান্য অবদান রয়েছে : অধ্যাপক নার্গিস বেগম
- যশোরে আদালতে চুরির সময় যুবক আটক, গণপিটুনি
- যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক নিয়ে চম্পট
- ডুমুরিয়ায় আওয়ামী দোসরকে পুলিশে সোপর্দ
- বন্ধুদের সাথে খালের পানিতে গোসলে নেমে লাশ হয়ে ফিরলেন আব্দুর রহমান
- যশোরে ফের বয়ে যাচ্ছে তাপপ্রবাহ