শার্শা সংবাদদাতা
বেনাপোলে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার মান নিশ্চিত করার প্রত্যয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে আল-আমিন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বাজারে ফারুক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বর্ণিল আয়োজনে এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বাধন করা হয়।

আল-আমিন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম, আব্দুস সাত্তার, আশরাফুল আলম ও সাংবাদিক ইকরামুল ইসলামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন বেনাপোল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, সহ-সভাপতি নুর ইসলাম, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মালেক, শেখ আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ইব্রাহিম শেখ রুবেল, গ্রাম ডাক্তার ইজাজুর রহমান, হাফিজুর রহমান, কামরুজ্জামান কবির, জাহাঙ্গীর আলম, আজাদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আল-আমিন ডায়াগনস্টিক সেন্টারের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Share.
Exit mobile version