বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোলে ইমপোর্টস এন্ড এক্সপোর্টস এ্যাসোসিয়েশন ব্যবসায়িক সমিতির সভাপতি ও মেসার্স এএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলি হোসেনের (৪৭) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠেছে। এ সময় তাকে মারপিট করাসহ ৩টি মোবাইল ফোন, স্বর্ণের চেইন, ব্রেসলেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করা হয়।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেনাপোল বাজারস্থ বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনার পর সাদীপুর বেলতলা এলাকায় তার গাড়ীর উপর আবারও হামলা চালানো হয়। এবং গাড়ি ভাংচুর করা হয়। বুধবার সকালে তার বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায়িক সমিতির সভাপতি আলী হোসেন। হামলার ঘটনায় ভুক্তভোগী আলী হোসেন জানান, যশোরের জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তার (ভারতীয় নাগরিক) ৫ জন এক্সপোর্টার মারাত্মকভাবে জখম হয়ে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উন্নত চিকিৎসার প্রয়োজনে তারা দেশে ফিরতে সহযোগীতা চাইলে তিনি সকাল সাড়ে দশটার দিকে একটি এ্যম্বুলেন্স ও তার ব্যক্তিগত প্রাইভেট কারযোগে বেনাপোল ইমিগ্রেশানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে একদল লোক গাড়িটি থামানোর সিগন্যাল দিলে তিনি গাড়ি হতে নিচে নেমে তাদেরকে জানান, তার গাড়িতে গুরুতর রোগী আছে। কিন্তু এসময় নারয়নপুর গ্রামের মৃত মহব্বতের পুত্র জহিরের নেতৃত্বে শরি মেম্বার, শামিম,আক্কাচসহ অজ্ঞাতনামা ৭/৮জন তার উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। তার গাড়ীতে থাকা ভারতীয় নাগরিক আবু সাহেদের গলার চেইন ও রবিউল ইসলামের হাতের বেসলেট এবং সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে সাদিপুর রোড হতে ফেরার পথে উল্লেখিত সন্ত্রাসীরা পুনরায় তার গাড়ির উপর হামলা চালিয়ে চালককে মারধরসহ ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষতি সাধন করে। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্টথানা পুলিশকে অবহিত করতে গেলেও দেশের চলমান পরিস্থিতিতে থানার কার্যক্রম বন্ধ থাকায় আইনগত পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Share.
Exit mobile version