বেনাপোল সংবাদদাতা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাবেক ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সে ভারতে চিকিৎসার জন্য বেনাপোল হয়ে যাওয়ার জন্য এসেছিল।

বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে বিজিবি জিজ্ঞাসাবাদে তাকে প্রাথমিক সন্দেহবশত আটক করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় তাকে আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, আটক সজিবকে সন্দেহবশত আটক করা হয়েছে সে কোন নাশকতার সাথে জড়িত কিনা। তার সম্পর্কে যাচাই বাছাই করে দেখার জন্য তাকে বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পে রাখা হয়েছে। তদন্ত শেষে নির্দোষ হলে তাকে ছাড়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Share.
Exit mobile version