বেনাপোল সংবাদদাতা
দুই দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর। ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সোমবার ও মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপÍানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পরাপার অব্যাহত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে দুদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে স্ব স্ব দেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম জানান, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের মধ্যেকার পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে।
শিরোনাম:
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
