বেনাপোল সংবাদদাতা
দুই দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর। ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সোমবার ও মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপÍানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পরাপার অব্যাহত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে দুদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে স্ব স্ব দেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম জানান, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের মধ্যেকার পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে।
শিরোনাম:
- যশোরে মাদকসহ যুবক আটক
- স্কুলছাত্র অলিদ হত্যায় চারজনের বিরুদ্ধে চার্জশিট
- দলীয় নির্দেশনা ভঙ্গ : নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতিকে শোকজ
- যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
- যশোরে গান আর শ্লোগানে বাউলদের ওপর হামলার প্রতিবাদ
- নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
- যশোরে ককটেল, পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল আজ দু’টি কোয়ার্টার ফাইনাল
