মাগুরা প্রতিনিধি
‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এ স্লোগানে কলকাতা প্রেসক্লাব থেকে অমর একুশে ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে বাইসাকল র্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন ১০ জন।
আজ (রোববার) সকালে মাগুরা ভায়না মোড় থেকে সাইকেল র্যালিটি ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
১০০ মাইলস নামে একটি ট্রাভেল এজেন্সি এ র্যালির আয়োজক। সাইকেল র্যালির টিম লিডার সরজিত রায় বলেন, একুশে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা আমাদেরও মাতৃভাষা। ভাষার জন্য আত্মত্যাগের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে ওঠে। তাই ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আমরা গত ১৫ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে ১০ জনের একটি দল যাত্রা শুরু করেছি। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকে ১৭ ফেব্রুয়ারি রাতে আমরা মাগুরা পৌঁছেছি। একটি আবাসিক হোটেলে রাতযাপনের পর সকালে আমরা যাত্রা করছি ফরিদপুরের উদ্দেশে।
২০১২ সাল থেকে প্রতি বছর আমরা ঢাকার উদ্দেশে বাইসাকেল র্যালি করে আসছি, যোগ করেন তিনি।
১০০ মাইলসের (হান্ড্রেড মাইলস) নতুন সদস্য অনির্বান সাহা ও সুদ্বীপ দাস বলেন, নিজের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, রফিক, বরকত, জব্বাররা প্রাণ দিয়েছেন। তাদের সম্মানে শহীদ মিনারে মালা দিতে পারলে ভালো লাগবে। এজন্য ১০০ মাইলসের পক্ষ থেকে বাংলাদেশে আসা।
যাত্রা পথে গতকাল মাগুরা থেকে ফরিদপুর, রাজবাড়ী মানিকগঞ্জ হয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) সাইকলটি র্যালিটি ঢাকা পৌঁছাবে। এরপর একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের সম্মান জানাতে ফুল দেবেন তারা।
শিরোনাম:
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলাব্যাপি পুলিশের তল্লাশী চৌকি
- আদর্শ ও সফল ব্যবসায়ী গঠনে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
- যশোরে নানা আয়োজনে অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন
- গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিষ্ঠায় জিততে হবে : নার্গিস বেগম
- সবজির আগুনের তাপ মুরগি-চালের গায়ে মাছে বরফ
- যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা
- যশোরে র্যাবের অভিযানে উইনকোরেক্সসহ আটক ১
- যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
