মণিরামপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সারথি। ক্ষমতা নয়, আমি জনগণের সেবক হতে চাই। মণিরামপুরবাসীর সেবা করতে চাই। সাধারণ জনতা আমার ক্ষমতার উৎস। তাদের কাছে আমি প্রতিনিয়ত যাচ্ছি। তাদের সুখে-দুঃখে, সময়-অসময়ে পাশে থাকার চেষ্টা করছি। বিগত সময়ে মণিরামপুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক চেষ্টা করেছি। আমি আশাবাদী, আমার প্রতি জনগণের যে ব্যাপক সমর্থন রয়েছে, তাতে আমার ঈগল মার্কা বিজয়ী হবে বলে আমি আশাবাদী।
গতকাল বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার কাশিমনগর, নেংগুড়াহাট ও ঝাপা বাজার এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, বাবুল আক্তার বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাসান আলী, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, আব্দুল হাই, কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তৌহিদ এলাহী মন্টি, কাশিমনগর সমাজকল্যাণ সংস্থার সভাপতি ফয়েজুর রহমান, ছাত্রলীগের আহবায়ক কামরান হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল রাজু, শেখ আহমেদ রাজু, জিহাদুল ইসলাম সুমন প্রমুখ।
শিরোনাম:
- তিন বছরে বাংলার ভোর
- যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত
- পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার
- জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত
- যশোরে শীতেও বাড়ছে ডেঙ্গু রোগী
- তারেক রহমানের নির্দেশে যশোরে ‘অতি ফর্সা’ সেই আফিয়ার জন্য ঘর নির্মাণ কাজ শুরু
