প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে মনিরামপুর-চুকনগর সড়কে যানজট সৃষ্টি ও মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর-৫ (মনিরামপুর) আসনের নৌকা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নির্বাচনী মিছিল ও মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এতে মণিরামপুর-চুকনগর আঞ্চলিক সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাজী মাহমুদুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। এ সময় নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেন রিটার্নিং কর্মক
শিরোনাম:
- শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ
- নিরবেই চলে গেলেন নিভৃতচারী মিজানুর রহমান
- ঘন কুয়াশায় বোরো ধানের বিজতলা নিয়ে দুশ্চিন্তায় জীবননগরের চাষিরা
- মহাসড়ক দখল করে ট্রাক স্ট্যাণ্ড : প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
- মাগুরা-১ : বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন
- যশোর থেকে স্পেশাল ট্রেন বাস মাইক্রোযোগে যাবেন অর্ধলক্ষ নেতাকর্মী
- যশোরে বিএনপি নেতা অমিতসহ ৩৪ জনের মনোনয়ন সংগ্রহ
- যশোর-৫ আসনে শরীককে আসন ছেড়ে দেয়ায় বিএনপির বিক্ষোভ
