বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরের বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ মণ্ডপে মণ্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন সদর উপজেলার আরবপুর, দেয়াড়া, হৈবতপুর, কাশিমপুর, লেবুতলা ও নওয়াপাড়া ইউনিয়নের ৫৩টা পূজা মন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য অ্যাড. সুদিপ্ত কুমার ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস, সুব্রত ঘোষ, উত্তম রায়, বাঁধন হোড় প্রমুখ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version