মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে অবৈধ সীমান্ত পারাপারে এক ভারতীয়সহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার নিয়মিত টহল পরিচালনা করে পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বরত এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও পৃথক মাদক বিরোধী অভিয়ান পরিচালনা করে ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বরত এলাকা থেকে এক ভারতীয় ও ছয় বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়েছে। আটক একজনকে জাস্টিস এণ্ড কেয়ার যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ছয়জনের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও সকালে যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্তের বাঁশবাগানের ভিতর থেকে ৪৭ বোতল ও স্বরূপপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের আমবাগান থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব ভারতীয় মদের বাজার মূল্য প্রায় ১ লাখ বাইশ হাজার টাকা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version