মাগুরা সংবাদদাতা
শুক্রবার বিকেলে মাগুরার বেরোইল পলিতা ইউনিয়নে ডহর সিংড়ায় জেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মাওলার বাড়িতে এবং তার উদ্যোগে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালেক মুন্সি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল।
বিশেষ অতিথি ছিলেন বেরোইল পলিতা বিএনপির আহ্বায়ক মির্জা আফজাল হোসেন, সাবেক আহ্বায়ক রেজাউল আলম, কুচিয়ামোড়া ইউনিয়নের বিএনপির আহবায়ক নওশের মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মতিউল ইসলাম চপল, শেখ মিরাজ, শান্ত মিয়া, সজীব শেখ, শেখ আরমান, সাংবাদিক তারিকুল ইসলাম, নওয়াব আলী, টগর হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পর দোয়া মাহফিল হয়। রাতে বিশিষ্ট বাউল শিল্পী সগীর আহমেদ ও ক্ষ্যাপা সালমা এবং অন্যান্য শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এলাকার শত শত নারী পুরুষ গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version