মাগুরা সংবাদদাতা
মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় কাজলী কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট স্কুলের। খেলায় কাজলী স্কুল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট ৩ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, কারিগরি শিক্ষার খুলনা বিভাগের আঞ্চলিক সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, টুর্নামেন্টের আহবায়ক শাহাবুদ্দিন সোহাগ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কানন, প্রেসক্লাবের দপ্তর সম্পাক শেখ ইলিয়াস মিথুন ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন প্রমুখ। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয় ।
শিরোনাম:
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যশোরের রাজনীতিকদের অঙ্গীকার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
- তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ
- নাশকতা রোধে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনৈতিক দল
- অভয়নগরে চোরকে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
- ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
- রাস্তা সংস্কারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি
- মণিরামপুরে বায়োলিডের মাঠ দিবস পালিত
- পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পীর পক্ষে গনসংযোগ

