মাগুরা সংবাদদাতা
‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২২তম বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসান। প্রাণিসম্পদ প্রকৌশলী কর্মকর্তা ডা. রাসেল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন। বক্তব্য রাখেন পোল্ট্রি খামারি ফিড ব্যবসায়ী সুমন পারভেজ। অনুষ্ঠানে প্রাণিসম্পদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও প্রায় ৪০জন প্রান্তিক খামারি উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version