নিজস্ব প্রতিবেদক. ডুমুরিয়া
ডুমুরিয়ায় মাদকাসক্ত আপন ছোট ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি গত সোমবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে দুই ভাই সোহান এবং রুবেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে মাদকাসক্ত ছোট ভাই সোহান ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে তার আপন মেঝোভাই রুবেলকে মাথায় ও পেটে কোপাতে থাকে। সে সময় রুবেল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে তার মা বাবা ও বড় ভাই ছুটে এসে গুরুত¦র আহত রুবেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত আনুমানিক দশটার দিকে তার মৃত্যু হয়। নিহত রুবেল কারিকর (৩২) হাসানপুর গ্রামের জিনেতুল্লাহ করিকরের ছেলে। স্থানীয়রা আরো জানায় ঘাতক সোহান কারিকর একজন মাদকসেবী।

বিষয়টি নিয়ে কথা বললে থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন মামলা কার্যক্রম চলমান। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version