বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুই সরকারি বিদ্যালয়ের ৩২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো শেখ রজব আলী শিক্ষা ট্রাস্ট। সোমবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শোয়াইব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন। শিক্ষাবৃত্তি পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বীরমুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন,  জিলা স্কুলের সাবেক শিক্ষক জিএম জুলফিকার আব্দুল্লাহ, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।
২০২০ সালে থেকে ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে আসছে ট্রাস্টটি। সোমবার দুটি সরকারি বিদ্যালয়ের আরও ৩২জন শিক্ষার্থীকে দেয়া হয় শিক্ষাবৃত্তি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version