বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

মতবিনিময় সভায় মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডিজিএফআই’র কর্নেল সোহেল হাসান, ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান, ১৪ বীর অধিনায়ক লে. কর্নেল মীর মোস্তফা কামাল, ৩৬ এডি রেজিমেন্ট অধিনায়ক লে. কর্ণেল আল ইমরান, ১০৫ পদাতিক ব্রিগেড মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম, শাহীন, র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার লে. রাসেল, এনএসআই যশোরর যুগ্ম পরিচালক আবু নঈম বাদশা, আনসার ভিডিপি যশোরের জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, ডিজিএফআই যশোরের উপপরিচালক জিয়াউল হক। এ ছাড়াও মতবিনিময় সভায় যশোরের সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version