বাংলার ভোর প্রতিবেদক
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানার ভৈরব চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ একনায়কতন্ত্র কায়েম করে জনগণের ওপর জেল-জুলুম ও নির্যাতন চালিয়েছে। ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে।
আওয়ামী লীগের দোসররা এখন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এই দলকে নিষিদ্ধ করে বিচারের আওতায় না আনে, তাহলে ছাত্র জনতা পুনরায় তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশ থেকে আগামী ১৫ তারিখের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহারিয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান, খালেদ সাইফুল্লাহ জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।