বাংলার ভোর প্রতিবেদক

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি যশোর শাখার আয়োজনে মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় মরণোত্তর ডিপিএস’র চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। যার মাধ্যমে ডিপিএসের ম্যাচিউরড পরিমাণ অর্থ প্রদাণের প্রতিশ্রুতি পূরণ করা হলো।

চেকটি আনুষ্ঠানিকভাবে সেলিনা পারভিনের হাতে তুলে দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খুরশেদ আলম। এসময় বক্তব্য রাখেন যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউসি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস (সিআইপি), যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের এসএভিপি ও রিটেইল লায়াবিলিটি প্রধান খন্দকার জাকারিয়া, যশোর শাখা প্রধান ও সিনিয়র ম্যানেজার মোঃ আল আমিন, বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল কাদের, যশোর মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া এবং যশোর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী।

লংকাবাংলা ফাইন্যান্স যশোর শাখা প্রধান মোঃ আল আমিন জানান, সম্প্রতি, লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহক, মরহুম এস. এম. নিয়ামত আলী স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন, যেখানে ম্যাচিউরিটির জন্য ডিপিএস-এর মোট ৬০ টি মাসিক কিস্তির মধ্যে ২৭টি কিস্তি তিনি সম্পন্ন করেন। এরমধ্যে তিনি ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

ডিপিএস কভারেজের প্রতিশ্রুতির অংশ হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স তার স্ত্রী ও নমিনি সেলিনা পারভিনের কাছে সম্পূর্ণ ম্যাচিউরড পরিমাণের চেক হস্তান্তর করে।

সাধারণতা ডিপিএসের মেয়াদ পূর্ণ না করলে সেই গ্রাহক চুক্তি অনুযায়ী সব টাকা পাননা। কিন্তু আমাদের প্রতিষ্ঠান ওই গ্রাহককে কিস্তির সব টাকা না দিলেও চুক্তির পূর্ণাঙ্গ টাকা পরিশোধ করেছে।

এই চেক প্রদান অনুষ্ঠানটি লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহকদের প্রতি সহযোগিতার ও প্রতিশ্রুতি পূরণের এক অনন্য উদাহরণ, যার মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স-এর আর্থিক পরিষেবাগুলোর প্রতি আস্থা ও নির্ভরতা আরও সুদৃঢ করতে সাহায্য করবে বলে তিনি জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version