বিবি প্রতিবেদক
যশোরে চাকুসহ মিরাজ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গত ২৪ ডিসেম্বর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা এলাকা থেকে আটকের পর আটক মিরাজসহ দুই সহোদরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক মিরাজ বারান্দী মােল্যাপাড়া বাঁশতলার বাসিন্দা। এই মামলার পলাতক আসামি মিরাজের ভাই আজিজুল ইসলাম।
সদর ফাঁড়ি পুলিশের এসআই ইমরানুর কবীর মামলায় জানিয়েছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর জানতে পারেন যে কয়েকজন সন্ত্রাসী চাকু নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতংক সৃষ্টি করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়। সাথে তার ভাই আজিজুল ইসলামসহ আরো ২/৩জন পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শিরোনাম:
- জৈব সারে বদলে যাচ্ছে তালার কৃষি
- যশোরে সাত নারী-পুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি
- উন্নয়নে অমর তরিকুল ইসলাম
- রাজনীতির প্রবাদপুরুষ তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
- বাঘারপাড়ায় এডিপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ
- দখলদার উচ্ছেদ ও নদী সংস্কারে করণীয় নির্ধারণে মতবিনিময়
- অবিস্মরণীয় ব্যক্তিত্ব তরিকুল ইসলাম
- বিএনপি অসাম্প্রদায়িক দল : অ্যাড. মোমরেজুল

