বাংলার ভোর প্রতিবেদক

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যে চতুর্থবারের মতো যশোরেও পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যশোরের উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে প্রচার শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

কালেক্টরেট চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। এ সময় সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এর জন্য বিভিন্ন সূচক পরিমাপ, সরকারের ‘রূপকল্প ২০৪১ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০৪১’ পঞ্চবার্ষিক পরিকল্পনা, ২০৪১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর, সামাজিক ও অর্থনৈতিক জরিপ ও শুমারি পরিচালনাসহ দারিদ্র্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহের গুরুত্ব অপরিসীম।

উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয় যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক ঊর্ব্বশী গোস্বামী, যশোর সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূর প্রমুখ।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পরিসংখ্যান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version