বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সকলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তেমনি আগামীতেও জাতি ঐক্যবদ্ধ থেকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে। জামায়াতের নেতা-কর্মীদেরকে সকল প্রকার কুফুরি-ফাসেকি থেকে দূরে থেকে ঈমানের পথে অটল থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে জেলা কর্যালয়ে দিনব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, মুনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক মুনির আক্তার, শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, নুর-ই-আলী নুর মামুন, অধ্যাপক শামসুজ্জামান। উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের।
শিরোনাম:
- যশোরে মাদকসহ যুবক আটক
- স্কুলছাত্র অলিদ হত্যায় চারজনের বিরুদ্ধে চার্জশিট
- দলীয় নির্দেশনা ভঙ্গ : নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতিকে শোকজ
- যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
- যশোরে গান আর শ্লোগানে বাউলদের ওপর হামলার প্রতিবাদ
- নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
- যশোরে ককটেল, পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল আজ দু’টি কোয়ার্টার ফাইনাল
