Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে খবির গাজী
  • ১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি মুন্নীর
  • মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন
  • ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন : হাবিব
  • যশোর সদরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে জরিমানা
  • মাগুরায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জানুয়ারি ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জ্বালানি তেলের নতুন দাম ও সঠিক পরিমাপ তদারকিতে শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জ্বালানি তেলের নতুন দাম ও সঠিক পরিমাপ তদারকিতে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সরকার ঘোষিত দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমেছে। রোববার সকাল ১০টা থেকে যশোর শহর ও শহরতলীর পেট্রোল পাম্পগুলোতে এ নতুন দাম ও পরিমাপ তদারকি কার্যক্রম শুরু করে শিক্ষার্থীরা। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে ও শিক্ষার্থীদের তদারকি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন যানবাহন চালক ও ভোক্তারা। অপরদিকে, সামান্য লোকসান হলেও জনগণের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাম্প মালিকরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে যশোর শহরের গাড়িখানা রোডের তোফাজ্জল ফিলিং স্টেশন, মণিহার মোড়ের যাত্রিক ফিলিং স্টেশন, মনিরউদ্দিন ফিলিং স্টেশন, চাঁচড়া চেকপোস্ট মোড়ের আইয়ুব ফিলিং স্টেশন, আকিজ ফিলিং স্টেশনসহ শহর ও শহরতীলর প্রায় ৮ থেকে ১০টি পেট্রোল পাম্প পরিদর্শন ও এ সকল পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর করা হয়েছে কিনা এবং তেলের পরিমাপ সঠিক আছে কিনা তা তদারকি করেন।
গাড়িখানা রোডে তোফাজ্জল ফিলিং স্টেশনে তেল নিতে আসা আলমগীর কবির নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘জ্বালানি তেলের নতুন দামে আমরা সন্তুষ্ট। জ্বালানি তেলের দাম কমায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে এমন উদ্যোগী কার্যক্রম যেন অব্যাহত থাকে।’
মণিহার যাত্রীক ফিলিং স্টেশনে জোবায়ের আহমেদ নামে আরেক মোটরসাইকেল চালক বলেন, ‘আমার প্রতিদিন এক থেকে দেড় লিটার তেল লাগে। বিগত সরকারের আমলে জ্বালানি তেলের দাম হু-হু করে বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমান সরকার পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমিয়েছে। এতে করে আমাদের মতো বাইকারদের মাঝে স্বস্তি ফিরেছে। আমাদের দাবি থাকবে পর্যায়ক্রমে সব ধরনের জ্বালানী তেলের দাম যেন ভোক্তাদের সাধ্যের মধ্যে নিয়ে আসা হয়।’
সিরাজ শেখ নামে এক ট্রাকচালক বলেন, ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমেছে। আমাদের মনে একটু দুঃখ থেকে গেল। ডিজেলের দাম আরও কমে আসলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের খরচ এবং ভাড়াও কমে আসবে ফলে সব মিলিয়ে জনগণ উপকৃত হবে। সরকারের নিকট দাবি থাকবে ডিজেলের মূল্য আরও কমিয়ে আনার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতৃত্বদানকারী যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, ‘অর্ন্তর্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার ঘোষণার পর গত রাত ১২টার পর থেকে পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর শুরু হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা রোববার সকালে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবগত করে পেট্রোল পাম্পগুলো মনিটরিংয়ে বেরিয়েছি। আমরা পর্যায়ক্রমে যশোর শহর ও শহরতলীর সবকয়টি পেট্রোল পাম্পে যাচ্ছি সেখানে নতুন দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা সেটি তদারকি করছি একইসাথে পাম্পগুলোতে তেল সঠিক পরিমাপে বিক্রি করা হচ্ছে কিনা সেটিও আমরা নির্ণয় করছি।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আরেক শিক্ষার্থী যশোর সরকারি এমএম কলেজের মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা সকল পাম্প মালিক, এবং ভোক্তাদের সাথে কথা বলেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থী রাকিব এইচ সজীব, মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী সাহেদ খান, বাদশাহ ফয়সাল ইন্সটিটিউটের শিক্ষার্থী সামির হোসেন, যশোর সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী আবির হাসান, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী শাওন ইসলাম, সরকারি মহিলা কলেজ রীতি ইয়াসমিনসহ আরও অনেকে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে খবির গাজী

জানুয়ারি ২৯, ২০২৬

১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

জানুয়ারি ২৯, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি মুন্নীর

জানুয়ারি ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.