সিরাজুল ইসলাম
যশোরে ওয়েলনেস নিউট্রিশন লিমিটেডের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের নতুন উপশহর চৌধুরী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা ডায়বেটিস রোগীদের সুস্থতায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা ও নতুন ‘ডায়াফেরা’ ওষুধ সেবনের উপকারিতা নিয়ে আলোচনা করেন।

যশোর ওয়েলনেস নিউট্রিশন লিমিটেডের জেলা কর্মকর্তা এটিএম আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবু সাঈদ। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও আরজিনা পারভীন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলার ডিপো ইনর্চাজ মাইনুল ইসলাম, শার্শা উপজেলার ডিপো ইনচার্জ শিমুল হোসেন, জুবায়ের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার নারায়ন দাস।

আলোচনায় বক্তারা বলেন, মানুষের শরীর একটি মেশিনের মতো। বয়স বাড়ার সঙ্গে দেহের অঙ্গ-প্রতঙ্গের বিশেষ পরিবর্তন হয়, কর্মক্ষমতা কমতে থাকে। মানবদেহের কোষগুলো পরিবর্তন হয়। স্বাস্থ্যসম্মত খাবার, ব্যায়ামের পাশাপাশি নতুন ‘ডায়াফেরা’ ওষুধ সেবন করলে দীর্ঘদিন সুস্থ থাকা যাবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version