বাংলার ভোর প্রতিবেদক

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্য দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে। এই ঘটনায় অজ্ঞাত দুইজনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

র‌্যাবের পরিদর্শক হাওলাদার রফিকুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার দিবাগত রাত একটার দিকে খোলাডাঙ্গা এলাকার একটি খোলা স্থানে গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। সে সময় দুই ব্যক্তি দুইটি ব্যাগ ফেলে র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version