Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন
  • মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন
  • তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর
  • যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত
  • জাসদের উদ্যোগে নারীনেত্রী নুরজাহানের স্মরণসভা
  • বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি গঠন
  • যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • স্থলপথে ভারত ভ্রমণে আয় ১৫০ কোটি টাকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, নভেম্বর ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ব্যতিক্রমী সমাবর্তন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৪Updated:ফেব্রুয়ারি ২৩, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এই আয়োজন ভবিষ্যৎ সাফল্যের স্বপ্ন দেখাবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রথম বারের মতো পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হলো ইএসএল সমাবর্তন। গতকাল বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সিম্বোলিক কনভোকেশনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান। তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাবর্তনের মতো এই আয়োজন শিশুমনে বড় ধরনের প্রভাব ফেলবে। এর মধ্য দিয়ে ওরা স্বপ্ন দেখতে পারবে ভবিষ্যৎ সাফল্যের।

গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আইডিয়া স্পোকেনের পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে বাংলাদেশের প্রথম এই সিম্বোলিক ইএসএল কনভোকেশন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় মাসব্যাপি আইডিয়া স্পোকেন’র তত্ত্বাবধানে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০০ জন শিক্ষার্থী বিনামূল্যে খেলতে খেলতে ইংরেজি শিখেছি। তার সমাপনী হিসেবে এই মহা আয়োজনে দশটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

যশোর শিল্পকলা একাডেমি থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় সমার্তন উৎসবের। ছোট ছোট ছেলেমেয়েরা কনভোকেশন হ্যাট মাথায় দিয়ে উচ্ছ্বাস ভরা মুখে শোভাযাত্রায় অংশ নেয়। এরপর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আয়োজন এর সূচনা হয়।

অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিতর্কে অংশ নেওয়া সকলে নিজেকে বদলে ফেলেছে। এর কারণ হলো যারা এ কাজে অংশ নিয়েছে তারা সকলে স্মার্ট হতে চায়। তবে বাঙালি জাতির মধ্যে সবচেয়ে স্মার্ট ছিলেন তিনি, যিনি ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেছেন। তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সঠিক চিন্তাধারার কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তার অন্যতম একটি ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন স্মার্ট সিটিজেন। তোমরা স্মার্ট সিটিজেন হয়ে সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড মো. আহসান হাবীব, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, একাত্তর টেলিভিশন’র চিফ করেসপন্ডেন্ট পারভেজ নাদির রেজা, আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী হামিদুল হক। এছাড়াও অনুষ্ঠানে যশোরের দশটি শিক্ষাপ্রতিষ্ঠান’র প্রতিষ্ঠান প্রধান, ইংরেজি শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছয় মাসব্যাপি এই কোর্সে বিদ্যালয়ের কার্যক্রমের পাশাপাশিই সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীরা যেভাবে ইংরেজি শিখেছে তা অনন্য। বাংলায় যারা কথা বলতে ভয় পেতো তারা এখন ইংরেজিতে অনর্গল বিতর্ক, উপস্থাপনা সব-ই করে। সেই উদযাপন স্বরূপ এই সিম্বোলিক কনভোকেশন আয়োজন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ‘ভাষা একটি মাধ্যম, নিজেকে প্রকাশ করার, নিজের সমস্যা সমাধান করার। প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’র চারটি পিলারের একটি স্মার্ট সিটিজেন। আমাদের বর্তমান শিক্ষার্থীরা ভবিষ্যতের স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন হিসেবে নিজের সমস্যা নিজেকে সমাধানের জন্য ভাষার বাঁধাকে পার করা অত্যন্ত প্রয়োজন।

বাংলাদেশের প্রথম সিম্বোলিক ইএসএল কনভোকেশনের শুরু ভাষা শহীদদের প্রতি সম্মাননা প্রদর্শনের মধ্য দিয়ে হয়। এরপর স্বাগত বক্তব্য দেয় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া হক। ইতোপূর্বে সেমিফাইনালে বিজয়ী যশোর কালেক্টরেট স্কুল এবং সখিনা গার্লস হাই স্কুল’র শিক্ষার্থীদের মধ্যে ফাইনাল ডিবেট প্রতিযোগিতা এবং যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সখিনা গার্লস হাইস্কুল ইংরেজিতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়। পরে অনলাইন ওয়ার্ড গেইম ‘কাহুটে’ অংশ নেয় ৪০০ শিক্ষার্থী। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের শেষে সমাবর্তনের মতো শিক্ষার্থীরা তাদের কনভোকেশন হ্যাট’র টার্সেল বাম পাশ থেকে ডান পাশে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন করে এই আয়োজন। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’র কোর্ডিনেটর নাবিলা সুলতানা এবং কো- কোর্ডিনেটর মল্লিকা আফরোজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

অভয়নগরে চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন

নভেম্বর ২৩, ২০২৫

মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন

নভেম্বর ২২, ২০২৫

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর

নভেম্বর ২২, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.