বাংলার ভোর প্রতিবেদক
গতকাল রাতে শহরের পালবাড়ি এলাকায় যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় পুলিশ বিদেশি মদসহ কাউন্সিলর মিলনসহ চারজনকে অটক করেছে।
পুলিশ বলছে, হত্যা চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি কাউন্সিলর মিলন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি পালবাড়ি এলাকার হাই স্পিড ইন্টারনেট ব্যবসায়ী আবুল বাশারকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগে কাউন্সিলর মিলনের অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কাউন্সিলর মিলনের অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় কাউন্সিলর মিলনসহ তার চার সঙ্গীকে আটক করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শেখ জাহিদ হোসেন মিলন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শহরের পালবাড়ি মাছ বাজার এলাকায় একটি মাদরাসার সাথে তার একটি অফিস রয়েছে। সেখানে বসে তিনি রাতে সন্ত্রাসীদের নিয়ে মদপান করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ তার অফিসে তল্লাশি চালায়। এ সময় টাক মিলন পুলিশের উপর চড়াও হলে সঙ্গীসহ তাকে আটক করা হয়।
শিরোনাম:
- ফ্রান্স থেকে শিকড়ের সন্ধানে ফেরা তেহজিবের হৃদয়ে ‘চম্পাবতীর পালা’
- জমজমাট গদখালীর ফুলবাজার, দুই দিবসে দুই কোটি টাকার ফুল বেঁচাকেনা
- জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়- যশোরে মেঘমল্লার বসু
- বিজয়ের উষালগ্নে আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন
- যশোরে বাবার সামনেই উপর্যুপরি ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
- গণতন্ত্রর উত্তরণের পথ এখানো কুসুমাস্তীর্ণ নয় : অমিত
- মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
- চৌগাছায় ইউপি সদস্য দা’র আঘাতে আহত-৩

