বাংলার ভোর প্রতিবেদক
গতকাল রাতে শহরের পালবাড়ি এলাকায় যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় পুলিশ বিদেশি মদসহ কাউন্সিলর মিলনসহ চারজনকে অটক করেছে।
পুলিশ বলছে, হত্যা চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি কাউন্সিলর মিলন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি পালবাড়ি এলাকার হাই স্পিড ইন্টারনেট ব্যবসায়ী আবুল বাশারকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগে কাউন্সিলর মিলনের অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কাউন্সিলর মিলনের অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় কাউন্সিলর মিলনসহ তার চার সঙ্গীকে আটক করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শেখ জাহিদ হোসেন মিলন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শহরের পালবাড়ি মাছ বাজার এলাকায় একটি মাদরাসার সাথে তার একটি অফিস রয়েছে। সেখানে বসে তিনি রাতে সন্ত্রাসীদের নিয়ে মদপান করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ তার অফিসে তল্লাশি চালায়। এ সময় টাক মিলন পুলিশের উপর চড়াও হলে সঙ্গীসহ তাকে আটক করা হয়।
শিরোনাম:
- যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
- যশোরে গান আর শ্লোগানে বাউলদের ওপর হামলার প্রতিবাদ
- নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, স্থানীয়দের সঙ্গে যবিপ্রবি শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
- যশোরে ককটেল, পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল আজ দু’টি কোয়ার্টার ফাইনাল
- জাতীয় রাগবি দলে খেললেন যশোরের হারুনার রশিদ
- নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে যশোরে নার্সদের মানববন্ধন
- যশোরে মাসব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

