বাংলার ভোর প্রতিবেদক
গতকাল রাতে শহরের পালবাড়ি এলাকায় যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় পুলিশ বিদেশি মদসহ কাউন্সিলর মিলনসহ চারজনকে অটক করেছে।
পুলিশ বলছে, হত্যা চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি কাউন্সিলর মিলন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি পালবাড়ি এলাকার হাই স্পিড ইন্টারনেট ব্যবসায়ী আবুল বাশারকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগে কাউন্সিলর মিলনের অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কাউন্সিলর মিলনের অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় কাউন্সিলর মিলনসহ তার চার সঙ্গীকে আটক করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শেখ জাহিদ হোসেন মিলন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শহরের পালবাড়ি মাছ বাজার এলাকায় একটি মাদরাসার সাথে তার একটি অফিস রয়েছে। সেখানে বসে তিনি রাতে সন্ত্রাসীদের নিয়ে মদপান করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ তার অফিসে তল্লাশি চালায়। এ সময় টাক মিলন পুলিশের উপর চড়াও হলে সঙ্গীসহ তাকে আটক করা হয়।
শিরোনাম:
- ফ্যামিলি কার্ড পেতে কাউকে বিএনপি করতে হবে না : অমিত
- যশোরে পোস্টাল ব্যালটের নিরাপদ সংরক্ষণ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রস্তুতি
- যশোর-৩ আসনে লাঙ্গলের জয় নিশ্চিত করতে জাতীয় পার্টির প্রস্তুতি সভা
- খুলনা বিভাগ দখলের লড়াইয়ে জামায়াত-বিএনপি
- ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না : সাতক্ষীরায় জামায়াত আমির
- যশোরে দুঃস্থ মহিলাদের ছাগল দিল সেভ সোসাইটি
- অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন
- মাগুরায় চাঞ্চল্যকর টিটো মন্ডল হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

