বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের কাজীপাড়ার বাবলাতলা এলাকায় ১৯৮০ সাল প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হয়। চার দশকের বেশি সময় ধরে স্কুলটিতে দরিদ্র পরিবারের শিশুদের পাঠদান করা হচ্ছে। সম্প্রতি ওই স্কুলটি উচ্ছেদ করার পায়তারা করছে একটি।

স্কুলটির উচ্ছেদ বন্ধ ও শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজীপাড়া এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন, আব্দুল আলিম, ফখরুল ইসলাম, শাহনাজ পারভীন রুপা, শেখ তবিবুর রহমান, ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮০ সাল থেকে কাজীপাড়ার বাবলাতলা এলাকার প্রাক প্রাথমিক বিদ্যালয়টি সুনামের সঙ্গে দরিদ্র পরিবারের সন্তানদের পাঠদান করে আসছে। সম্প্রতি সরকারি জায়গা অবস্থিত ওই স্কুলটি উচ্ছেদের চেষ্টা করছে বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের কর্মচারী ইসমাইল হোসেন শিশির। তিনি দাবি করছেন ওই জমি কিনেছেন।

আমাদের জানা মতে, জমিটা হাউজিং ও সরকারি রাস্তার জমি। অবৈধভাবে প্রতিষ্ঠান ভেঙ্গে রাস্তা তৈরির বিষয়ে বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share.
Exit mobile version