বাংলার ভোর প্রতিবেদক
‘মঙ্গল শোভযাত্রা’র আতুরঘর খ্যাত যশোরে এবার বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে শুরু হয়েছে প্রস্তুতিপর্ব। এই লক্ষ্যে শনিবার চারুপীঠ প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরির কার্যক্রমের উদ্বোধন করেছে। উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক শিল্পী রাশেদ খান। আয়োজক সংগঠন চারপীঠের সভপতি হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক মাহবুব জামাল শামীম, মফিজুর রহমার রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, তরিকুল ইসলাম তারু, পরিতোষ বাউল প্রমুখ।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। চারপীঠ সভাপতি সাংস্কৃতিকজন হারুন অর রশীদ জানান, ‘এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘এসো যতনে রাখি ভূবন’। শোভাযাত্রাকে বর্ণিল ও আকর্ষণীয় করতে থিমের সাথে সামঞ্জস্যপূর্ণসব উপকরণ তৈরি হবে। প্রতিবছরের মতো এবারও তা সকলের হৃদয় জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গল শোভাযাত্রার জনক মাহবুব জামাল শামীম বলেন,‘স্বাধীন বাংলাদেশের মানুষের জীবনকে শিল্পবিবর্জিত, গুণহীন, জড়তা, বন্দিদশা থেকে মুক্ত করে প্রাণখোলা-গুণী-রসিক-শিল্পীত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৩৯২ বঙ্গাব্দে যশোর শহরে মঙ্গল শোভাযাত্রার রূপায়ণ ও প্রচলন করা হয়। এর সঙ্গে যুক্ত করা হয় সব সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে। এটি শিল্পের একটি সামাজিক আন্দোলন হিসেবে শুরু হয়।

যাতে আবহমান বাংলার নৃত্য ও বাদ্যসহ দৃশ্যমান শিল্পের আঙ্গিক ও লোক ঐতিহ্যের মোটিভ খোজা শুরু হয়, শুরু হয় শেকড়ের সন্ধানে যাত্রা। বাঙালীর এ শিল্পের আঙ্গিক ও লোক ঐতিহ্যে সর্বদা সমুন্নত ও অক্ষুণ্ন থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version