বাংলার ভোর প্রতিবেদক
যশোরের পুলেরহাটে স্কাউটস’র জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র (বিপি) ১৬৭তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার সকালে আঞ্চলিক স্কাউটস ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি প্রফেসর ড. আহসান হাবীব। বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) আবু হান্নান, আঞ্চলিক স্কাউটসের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, আঞ্চলিক উপ-কমিশনার আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। পরে স্কাউট সদস্যদের নিয়ে দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার ইসতিয়াক হোসেন। যশোর জেলার ৮টি উপজেলার মোট ৫৮ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version