বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রশাসনের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সনাতন সমাজ। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, যশোরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে, তা সনাতন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করছে। শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করে দমন-পীড়নের চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পদন তারা। এছাড়া বৈষম্য বিরোধী সনাতন সমাজের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রশাসনের দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে সংখ্যালঘুদের উপর চলমান এই অন্যায় বন্ধ না হলে সনাতন সমাজ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবেলা করবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী সনাতন সমাজের পক্ষে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান কমিটি ভেঙে একটি নতুন কার্যকর কমিটি গঠন। পূজা উদযাপন পরিষদের ব্যানার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বন্ধ করা। আগামী সাত দিনের মধ্যে মুড়ারী জোড়া শিব মন্দিরের চাবি হস্তান্তর এবং নীলগঞ্জ মহাশ্মশান ও সিদ্ধেশ্বরী কালী মন্দির দখলমুক্ত করা ও শীর্ষ নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার।
সংগঠনের আহ্বায়ক বাবু মৃণাল কান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সনাতন সমাজের সদস্য সচিব অখিল চক্রবর্তী, নাগরিক অধিকার অন্দোলনের সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, ব্যঞ্জন থিয়েটরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, কৃষ্টিবন্ধনের সভাপতি অধ্যাপক আবুল কাশেম, কৃষি ব্যাংকের সাবেক এজিএম মিলন নন্দী প্রমুখ।
শিরোনাম:
- সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
- তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
- এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
- দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
- চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
- যশোরে ইয়াবাসহ নারী আটক
- যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
