বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মামুন হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে শহরের খালধার রোডে। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহত মামুনের মা সালমা বেগম জানান, অন্য এক মাছ ব্যবসায়ীর সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রোববার সন্ধ্যায় তার সাথে ফের বাকবিতণ্ডা হয়। ধারনা করা হচ্ছে- তার লোকজনে ছেলেকে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করেছে। ছুরিকাঘাতের ঘটনার বিবারনীতে তার মা বলেন, মামুন সকালে মাছ বিক্রি করতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। বাড়ির গেটের সামনে মুখে মাস্ক পরা অচেনা এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মামুন অচেতন থাকায় তার সাথে বিরোধ ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ চৌধুরী জানান, আহতের বাম রানসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- নারীর নগ্ন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক আটক
- যশোরে বিদেশি কুকুরের একসাথে ১৪ টি বাচ্চা প্রসব
- গণপিটুনিতে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
- ‘গণভোটে আমরাই প্রার্থী’
- হাইকোর্টের নির্দেশে যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির খালিদ সাইফুল্লাহ জুয়েল
- শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এমএম কলেজে বিক্ষোভ
- আর.এন. রোড ক্রীড়া চক্রের কম্বল বিতরণ
