সিরাজুল ইসলাম
হাফেজদের সেবামূলক প্রতিষ্ঠান সেরা হুফফাজ ফাউণ্ডেশন বাংলাদেশের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআনা প্রতিযোগিতা ২০২৪ যশোর অঞ্চল সম্পন্ন হয়েছে।

শুক্রবার যশোর শহরের আরবপুর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় যশোর জেলার সকল উপজেলা থেকে বাছাইকৃত ১৬৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগি যশোর থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন সেরা হুফফাজ ফাউণ্ডেশন বাংলাদেশের মাওলানা আবু ইউসুফ মাহমুদী এবং বিচারক ছিলেন হাফেজ ক্বারী হাবিব আদনান।

উল্লেখ্য, প্রতিযোগিতায় যশোর থেকে বিজয়ী ২০ জনের দু’টি গ্রুপের ১ম ও ২য় স্থানসহ ৯ জন হলেন যশোর জামালুল কুরআন মাদ্রাসা উপশহরের শিক্ষার্থী। এরা হলেন, হাফেজ আজহারুল ইসলাম, হাফেজ সাইফুল্লাহ সাইফ, হাফেজ আব্দুল্লাহ মতিন, হাফেজ আবু সাঈদ, হাফজ আব্দুল্লাহ নাভারণ, হাফেজ আব্দুল্লাহ সাদি, হাফেজ আবু মুসা, হাফেজ জুনাইদ শামস, হাফেজ জুবায়ের নজরুল।

প্রতিযোগিতা অতিথি ছিলেন, যশোর জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দীন, সেরা হুফফাজ ফাউণ্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ক্বারী শামীম হোসেন, তানজিমুল উম্মাহ মাদ্রাসা যশোরের প্রিন্সিপ্যাল আজমল হোসেনসহ অন্যান্য ওলামায়ে মাশায়েখগণ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version