বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ভুয়া নার্স নির্মূলে জেলা স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নের্তৃত্বে শহরের মর্ডান, কুইন্স ও ইবনে সিনা হসপিটালে অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রথমে শহরের মর্ডান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালালে দেখা যায়, সেখানে অধিকাংশ নার্স ভুয়া তাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নেই। এ সময় সিভিল সার্জন তাদের আগামী ১৫ জনের মধ্যে ডিপ্লোমা নার্স নিয়োগ দিতে নির্দেশ দেন। এ নির্দেশ মানা না হলে প্রতিষ্ঠান ‘সিলড’ করে দেয়ার হুশিয়ারি দেয়া হয়। এরপর কুইন্স ও ইবনে সিনা হাসপাতালে অভিযান পরিচালনা করে তেমন কোনো অসঙ্গতি পায়নি স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, অভিযান অব্যাহত থাকবে। নার্স শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে। প্রথমে সকলকে সতর্ক করা হচ্ছে। পরবর্তিতে ওই সময় প্রতিষ্ঠানে যেয়ে একই ধরনের অপরাধ পেলে প্রতিষ্ঠানে জরিমানা ও সিলড করে দেয়া হবে। এ ব্যপারে কোনো ছাড় দেয়া হবেনা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version