বিবি প্রতিবেদক
যশোর শহরের বেলতলা বাজারে দাবিকৃত চাঁদার পাঁচ লাখ টাকা না পেয়ে মেসার্স রাফিদ স্যানিটারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারী দলের ছত্রছায়ায় থাকা স্থানীয় একটি সন্ত্রাসী চক্র এই হামলা ও চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী অভিযোগ করেছেন।
শহরের জেলরোড এলাকায় গত ২২ ডিসেম্বও বেলা সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত শহরের ঘোপ বউবাজার এলাকার জুয়েল হোসেন, আইয়ুব হোসেন, আরিফ হোসেন, শাহাদৎ হোসেনসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে হায়দার আলী বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, শহরের ঘোপ বউ বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে যুবলীগ কর্মী জুয়েলের নেতৃত্বে কয়েকজন দোকানে এসে ৫ লাখ টাকা চাঁদা চান। এনিয়ে দোকানের ম্যানেজারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীদের ওপর হামলা করে। ফুটেজে আরও দেখা যায় হামলার এক পর্যায়ে তারা দোকানের বিভিন্ন অংশে ভাংচুর করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হায়দার আলী বলেন, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১১ টার সময় আকস্মিক ভাবে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী জুয়েল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকানে ভাঙচুর ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় আমার দোকান ভাংচুর ও আমাকে মারধর করে। পরে জিম্মি করে দোকানের ক্যাশ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। বাকি টাকা দুই একদিনের মধ্যে দেওয়ার কথা বলে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর তিনি চরম আতঙ্কের মধ্যে থানা পুলিশের স্মরণাপন্ন হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য জুয়েলের নামে ৪/৫ টি ওয়ারেন্ট থাকলেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
শিরোনাম:
- যবিপ্রবিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ফার্মাসিউটিক্যাল শিল্পের সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- কৃষ্ণনগরে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা
- অসুস্থ স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন সংবাদপত্র পরিবেশক মোমিন গাইন
- যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- যশোর-২ আসনে ভোটের লড়াই শুরু মুন্নি-ফরিদের মনোনয়নপত্র সংগ্রহ
- যশোরে জেঁকে বসেছে শীত, দুপুর পর্যন্ত মিলছে না সূর্যের দেখা
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা
- জমি দখল ও চাঁদাবাজের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
