বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পরিবহন শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের মনিহার মোড়ে অবস্থিত বিজয় স্তম্ব চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, শ্রমিক ইউনিয়ন ২২৭ সভাপতি সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। প্রধান বক্ত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।
যশোর শ্রমিক দল পরিবহন শাখার সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর শ্রমিক দল পরিবহন শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সহ সভাপতি রবিউল ইসলাম লবিন।
এ সময় বক্তরা বলেন, ‘শীতের তীব্রতা বৃদ্ধির কারণে মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে গরীব-অসহায় মানুষের জন্য শীতের সময়ে বাঁচা কঠিন হয়ে পড়ে। তাই তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে শীতবস্ত্র বিতরণ করে এসব মানুষের কিছুটা উপকারে আসা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায় এবং শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
কম্বল পেয়ে তারা শ্রমিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিক দলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
শিরোনাম:
- প্রান্ত সীমায়…বরকতময় ক্ষমার মাস
- অভয়নগর ও মণিরামপুর থানার ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
- যশোরে পালিত হলো পৃথিবী ও কলা বিপ্লব দিবস
- শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেন জিল্লুর রশীদ
- এএএম জাকারিয়া মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটের আহ্বান জানালেন সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম
- যশোরে ঢাবি শিক্ষার্থী ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ
- অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ক্রীড়া কর্মসূচি
