Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাত ঘটনায় মামলা
  • যশোর-৫ আসন : জোট শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল
  • কৃষি ও বিনোদনের মেলবন্ধন : যশোর ও ঝিকরগাছায় ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ উদ্বোধন
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোটচাঁদপুর বিএনপির সমাবেশ
  • সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১
  • যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
  • পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
  • যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, নভেম্বর ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সড়কে দিন ব্যপি যানজট হুঁশ নেই ট্রাফিক ও পৌর কর্তৃপক্ষের

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৩, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশেষ প্রতিনিধি
বিভিন্ন সময়ের মত গত এক মাস ধরে যানজটের শহরে পরিনত হয়েছে যশোর। এই যানজট সমস্যার সমাধানে কোন দায়িত্ব পালন করছে না যশোর পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ বিভাগ। হাজার দশেক অবৈধ ব্যাটারিচালিত রিকসা, ইজিবাইক চলাচল করায়। এ যেন মেলা বসছে শহরের রিক্সা, ইজিবাইক, মোটরসাইকেলসহ প্রাইভেট কারের।

খোঁজ দিনে দেখা গেছে, যাদের হাতে সড়ক পরিবহন ব্যবস্থা, তারাই বিভিন্ন বাহন প্রতিষ্ঠানের মালিক, কেউ আবার মালিক-চালক সমিতির হোতা। শহর ঘুরে দেখা গেছে পৌর এলাকায় চলাচলরত লাইসেন্সকৃত ইজিবাইক কিংবা রিকশার সংখ্যা পৌরসভার হিসাবের থেকে দশগুন বেশি। বিভিন্ন এলাকা থেকে এসে ওইসব যানবহন শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া, অনটেস্টের মোটরসাইকেল চলছে দেদারছে। ট্রাাফিক পুলিশের অ্যাকশান না থাকায় মোটরসাইকেল আরোহীরাও মানছেন না কোনো নিয়ম কানুন। কিশোররাও এখন শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এখনই এ বিষয়ে পদক্ষেপ না নিলে অবস্থা আরও ভয়াভয় হয়ে উঠবে বলে ধারণা যশোরবাসীর।

পৌরসভা সূত্রে জানা যায়, যশোর শহরে বৈধ ইজিবাইক রয়েছে প্রায় সাড়ে চার হাজার। তার মধ্যে হায়দার গণি খান পলাশের সময়ে মোটা টাকার বিনিময়ে প্রায় এক হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে।

পৌরসভার দেয়া লাইসেন্স অনুযায়ী বৈধ রিকশা রয়েছে ২ হাজার ৯শ’ ৭৩টি। সাবেক মেয়র হায়দার গণি খান পলাশ ওই একই ধারায় প্রায় ৯শ’টি লাইসেন্স দিয়েছেন। স্মার্ট রিকশা ২৪টির মধ্যে সদ্য সাবেক মেয়রের আমলে একটির নিবন্ধন দেয়া হয়েছে। এছাড়া ভ্যান রয়েছে ২শ’ ৯৩টি। ৩৫টি মেয়র পলাশের আমলে নিবন্ধন দেয়া হয়েছে। পৌরসভার তথ্যমতে সবমিলিয়ে শহরে ৭ হাজার ৭শ’ ৬৮টি বৈধ যানবহন রয়েছে। কথা প্রসঙ্গে জানা যায় দোকানের মালামাল ক্রয় বিক্রয় শহরের বড় বাজার এলাকা, ঘোপ এলাকা, বকুল তলা, মাইক পট্টি, চৌরাস্তা থেকে মনিহার পর্যন্ত সকল এলাকায় দিনে অন্তত ৪ থেকে ৫ বার যানজট লেগে যায়। এর ফলে কার্যত শহরের ঢোকা বেরোনোর অবস্থা থাকে না। যদি মোটর সাইকেল নিয়ে বের হন তাহলে যাতায়াত সহজ হলেও মনে শান্তি নেই তার।

নিজের হতাশার কথা জানিয়ে শহরের ঘোপ কবরস্থান এলাকার কাজী জাফর বলেন, শেখ হাসিনার আমলে তার দোসররা গণ পরিবহনসহ যানবাহানের নানা সেক্টরে বিভিন্ন কোম্পানি খুলে যা ইচ্ছা তাই করেছে। মালিক-চালক-শ্রমিক সমিতিগুলো সড়কের বারোটা বাজিয়েছে। পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে।

দিনের বেলা দড়াটানা ব্রিজ এর পাশ থেকে, কাঠের পুল ব্রিজ এর পাশ থেকে থ্রী হুইলার, ইজিবাইকের যাত্রী ওঠানামা করানোর জন্য অবস্থানের কারনেও যানজট লেগে থেকে এই এলাকায়। আসে পাশে আছে শহরের প্রাই সব বেসরকারি ক্লিনিক, হাসপাতালসহ ঔষধ, খাবারের দোকান। যে কারনে এখানে সবসময়ে জন সমাগম বেশি থাকে। বিশেষ করে ইবনেসিনা ও কুইন্স হাসপাতাল এর সামনে প্রায় সব সময় যানজট লেগেই থাকে। এখানেই অবস্থিত যশোর ট্রাফিক পুলিশের অফিসটি। তারপরেও তাদের কোন দায়িত্ব আছে বলে কউে মনে করে না।

যশোরের সমাজকর্মী রিফাত হোসেন জানান বিগত সরকারের আমলে আওয়ামীলীগের ক্ষমতাধর ব্যক্তিরা প্রতিটি যানবাহনের সেক্টর দখল করে সন্ত্রাসীদের কাছে লিজ দেওয়ার মতো করে বিভিন্ন স্ট্যান্ড দিয়েছিল। এই সন্ত্রাসীরা দলবল নিয়ে নানা ভাবে শহরের দখল নিয়ে অরাজকতা সৃষ্টি করে রেখেছিল কিন্তু বর্তমান সরকার আসার পরে একমাস পার হলেও যেন উদাসিনতা নিয়ে চলছে ট্রাফিক বিভাগসহ প্রসাসনের এই সংস্থাগুলি।

তবে যশোরে নতুন ডিসি ও পুলিশ সুপার এসেছেন দায়িত্ব নেয়ায় যশোরবাসী ভেবে ছিলো দ্রুত এই যানজট সমস্যার সমাধান হবে। কিন্তু যশোরের মানুষ আশাহত হয়েছেন।

পথচারীরা বলছেন ট্রাফিক বিভাগের লোকজন চরম উদাসিন। ট্রাফিক বিভাগের দায়িত্ব সার্জেন্ট ও সদস্যরা অনেক ক্ষোভ প্রকাশ করে বলেন, অল্প বয়সী ছেলেরা যেমন ইচ্ছা তেমন ভাবে তাদের গাড়ি চালাচ্ছে। অযথাই গাড়ি আড় করে দিয়ে আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমরা না পারছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, না পারছি আমাদের উপর মহলে অভিযোগ করতে। সকলে আমাদের ধৈর্য্য ধরতে বলছে। আশা করছি কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক করে সামনের দিনগুলোয় সড়কে শৃঙ্খলা ফিরবে।

যশোরে যানজটের কারণ ব্যাটারিচালিত রিকশা। এসব বাহনের কারণেও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। ব্যাটারিচালিত রিকশার চালকগুলোর মনে মৃত্যুর ভয়ও নেই। তারা রাস্তার মাঝে থেমে যায়, উল্টোদিক থেকে এসে অচলাবস্থা তৈরি করে। ইজিবাইকগুলিও সেই অবস্থা শহরের মধ্যে যে ভাবে পারছে সেভাবে থামছে, মানতে চাচ্ছে না কোন নিয়ম কানুন। যশোর শহরের মধ্যে হাজার দশেক ব্যাটারিচালিত রিকসা, ইজিবাইক চলাচল করে। এসবের চালকরা খরিদ্দার ধরার জন্য প্রাই সময়ই সড়কের মাঝে অবস্থান করে। এ ছাড়া বিভিন্ন রাস্তার মোড় দখল করে রাখে। কোনো নিয়মের তোয়াক্কা করে না। তিনি বলেন, এসব ঠিক করতে হলে আগে সাধারণ যাত্রীদের সতর্ক ও সচেতন হতে হবে। অন্তর্র্বতী সরকারের কাছে তার আহ্বান, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে আহবান জানানো হয়েছে।

ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, দেশের পট-পরিস্থিতি পাল্টে যাওয়ায় তাদের বেগ পেতে হচ্ছে। দ্রুতই এ বিষয়গুলো আমলে নিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নির্দেশনা না আসায় তারা এখনো কোনো অভিযানে অংশ নেননি। ফলে মামলাও হচ্ছেনা। অনেকেই হয়তো এ সুযোগকে কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি পৌর প্রশাসকের সাথে কথা বলেছেন। বৈধ যানবহনের প্রকৃত সংখ্যা তাদের কাছে নেই। পৌর কর্তৃপক্ষের কাছে তা চাওয়া হয়েছে। দ্রুতই অভিযানে নামবেন বলে জানান।

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, ইতিমধ্যে তারা যানজট নিরসনে কাজ শুরু করেছেন। বিভিন্ন বৈধ যানবহনের নির্দিষ্ট সংখ্যা তারা বের করছেন। তারা যশোর শহরে অবৈধ যানচলাচলে নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করছেন।
তাদের ফুটপাত উচ্ছেদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তারা অবৈধ যানবাহন চলাচলে অভিযানে নামার আশ্বাস দেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাত ঘটনায় মামলা

নভেম্বর ২০, ২০২৫

যশোর-৫ আসন : জোট শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল

নভেম্বর ২০, ২০২৫

কৃষি ও বিনোদনের মেলবন্ধন : যশোর ও ঝিকরগাছায় ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ উদ্বোধন

নভেম্বর ২০, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.