বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর সরকারি সিটি কলেজ শাখার উদ্যোগে সাধারণ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহীম শামীম। আরও উপস্থিত ছিলেন, শহর শাখার সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, সাহিত্য সম্পাদক তৌহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সিটি কলেজ শাখার সভাপতি আরাফাত ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ইব্রাহীম শামীম মাহে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং চলমান নারী নির্যাতন বন্ধে ইসলামে নারীর অধিকার প্রসঙ্গে আলোচনা করেন। তিনি সাধারণ ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান এবং এ লক্ষ্যে ছাত্রশিবিরের সাথে থাকার জন্য উপস্থিত ছাত্রদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সাধারণ ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version