রাজগঞ্জ সংবাদদাতা
বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম শেষে রাজগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেছে।
গত শনিবারের আন্দোলন থেকে কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান জানিয়ে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছিল শিক্ষার্থীরা। সেই বাহাত্তর ঘন্টা গতকাল শেষ হলে আজ আবার ও আন্দোলনে নেমে যায় শিক্ষার্থীরা
আন্দোলনকারী শিক্ষার্থীদের সেই দাবি অগ্রাহ্য করে বিভিন্ন মহলের সাথে দেনদরবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কি কারণে অধ্যক্ষে পদত্যাগ করতে হবে প্রশ্ন করলে তারা জানান, তিনি একজন ইসলাম বিদ্বেষী, কলেজে মসজিদ ভেঙে বিনোদন কেন্দ্র বানানো, উন্নয়নের নামে প্রকল্প থেকে টাকা মেরে খাওয়াসহ পরীক্ষার সময় বর্ধিত ফি আদায়ের কথা তুলে ধরেন।
বুধবার কলেজ ঘেরাও করলে শিক্ষকরা তাদের প্রস্তাব গ্রহণ করে লিখিত দিতে বাধ্য হয়। শিক্ষার্থীদের দাবি অধ্যক্ষ আব্দুল লতিফ পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। পরে তারা শিক্ষকদের বের করে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ