বাংলার ভোর প্রতিবেদক
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের হল রুমে আলোচনা সভা হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোরের সভাপতি অ্যাডভোকেট ইমামুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান। তিনি বলেছেন, রাসুল (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য অনুস্মরনীয়। রাসুুলের পূর্ণাঙ্গ অনুস্বরণ ছাড়া ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির কোন বিকল্প নাই।

তিনি আরোও বলেন, বর্তমান সময় ও সমাজে চলমান সংকট থেকে উত্তোরণের কেবল মাত্র পথ হলো আমাদের প্রিয় নবী (সা.) এর জীবন অনুসরণ করে ব্যক্তি, সমাজ পরিচালনা করা। ব্যক্তি, পরিবার ও সমাজের সকল প্রকার অস্থিরতা দূরিকরণের একমাত্র উপায় হলো নবী মোহাম্মদ (সা.) এর আদর্শকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক কার্তিক চন্দ্র রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, সহ-সভাপতি এম এ লতিফ, গাজী মাহফুজুর রহমান, আজহারুল ইসলাম, হাবিব কায়সার, আব্দুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম, রেজাউল করিম, তাজ উদ্দীন, মনজুর কাদের আশিক, আ.ক.ম মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোরের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজিউর রহমান।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version