খাজুরা প্রতিনিধি
যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে সরকারিভাবে যোগদান উপলক্ষে গতকাল শিক্ষক-কর্মচারীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। গতকাল বেলা এগারোটায় হঠাৎ করেই কিশোর কুমারের জনপ্রিয় ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গানের সাথে কোমর দুলিয়ে ওঠেন শিক্ষক কর্মচারীরা।
কলেজের শেখ রাসেল মঞ্চে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর বিকাশ চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুজ্জামান, যশোর সরকারি সিটি কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কলেজ জাতীয়করণ কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ তনু । উল্লেখ্য, ২০১৮ সালে ১০ সেপ্টেম্বর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজকে সরকারিকরণের পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৬ সালে সরকারিকরণের ঘোষণা হলেও গত ১৯ ডিসেম্বর কলেজের ৫৫ জন শিক্ষক ১৫ জন কর্মচারী সরকারিভাবে যোগদান করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version