সাড়াতলা সংবাদদাতা
‘দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শার্শার সাড়াতলায় সৃজন যুব কল্যাণ ফাউণ্ডেশনের উদ্বোধন, শীতবস্ত্র ও সার্টিফিকেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাড়াতলা বাজার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাউণ্ডেশন সভাপতি ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শার্শা যুব উন্নয়ন কর্মকর্তা শার্শা গোলাম ফারুক। উপস্থিত ছিলেন সংগঠন কর্মী নাজমুল হাসান কামরুজ্জামান ও আল মামুন প্রমুখ।
শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ৩০ জনের মাঝে গবাদিপশু পালন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও কিছু সংখ্যক মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version