Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিঁখুত বর্গ বছরে…বিষ্মিত ঘটনা
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলার ভোরের দোয়া মাহফিল
  • বছর শেষে, ঘুরে দেখা…বাংলাদেশের সময়
  • বর্ষবিদায় ২০২৫ ও এক আপোষহীন নেত্রীর প্রস্থান
  • জীবন থেকে নেতৃত্ব: বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতি
  • যেসব ঘটনায় শীর্ষে ছিলো যশোর
  • রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন
  • দারুল উলূম নওয়াপাড়া মাদরাসার উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জানুয়ারি ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
যশোর শহরের মুজিব সড়কসহ বিভিন্ন স্থানের ফুটপাতগুলোতে শীতের পোশাক বিক্রির ধুম পড়ে গেছে। বিকেলের পর থেকেই দোকানিরা সাজিয়ে রাখছেন সোয়েটার, হুডি, চাদর, গেঙ্গি, প্যান্ট ও টুপি। ক্রেতারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, এই ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে সাশ্রয়ী মূল্যে পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন। সন্ধ্যা নামার সাথে সাথে এই সব দোকানগুলোতে ক্রেতা সমাগম বাড়তে থাকে। ফুটপাতের এই দোকানে ৩০ থেকে ৩০০ টাকার মধ্যে সোয়েটার, হুডি, গেঞ্জি, কানটুপি, মোজা, এবং হাতমোজার মতো প্রয়োজনীয় পোশাক পাওয়া যাচ্ছে।

ক্রেতাদের একাংশ জানিয়েছেন, বড় মার্কেটে একই পণ্য কিনতে অনেক বেশি খরচ হয়, যা তাদের নাগালের বাইরে। অন্যদিকে, ফুটপাতের পোশাকগুলো মান এবং দামের ক্ষেত্রে বেশি সুবিধাজনক।

গত বছরের তুলনায় এবার শীতের পোশাক বিক্রিতে ভালো সাড়া মিলছে। এই সব দোকানগুলোতে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার পোশাক বিক্রি হচ্ছে। শীতের তীব্রতা বাড়লে বিক্রি আরও বাড়বে। যশোরের কালেক্টরেট মার্কেট এবং জেলা পরিষদ মার্কেটেও শীতবস্ত্রের কেনাবেচা জমজমাট। শীত যত বাড়বে, ক্রেতাদের আগমনও তত বাড়বে।

এদিকে ক্রেতারা জানান, ফুটপাতের দোকানে পণ্য কেনার সময় দরকষাকষি করার সুযোগ থাকায় তাদের সুবিধা বেশি হয়। এই ভ্রাম্যমাণ দোকানগুলো শুধু পোশাক বিক্রির স্থান নয়, এটি শহরের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের শীতের প্রস্তুতির মূল কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যার পর সাদা-নীল আলোয় আলোকিত এই দোকানগুলো শুধু ক্রেতা-বিক্রেতার মিলনস্থল নয়, বরং শীতকালীন অর্থনীতির চিত্রও ফুটিয়ে তুলছে। সাশ্রয়ী মূল্যের পোশাক ও চলমান শীতের উৎসব যশোর শহরকে এক ভিন্ন রূপ দিচ্ছে।

বিক্রেতা তাপস পাল বলেন, শীতের পোষাক বিক্রি পুরোদমে শুরু হয়ে গেছে। সব ধরনের পোকাশের চাহিদা আছে। সামনে শীত পড়লে আরও বেশি বিক্রি হবে। এখানে ৩০ থেকে ৩০০ টাকার মাল বিক্রি হয়। প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকার মালামাল বিক্রি হচ্ছে।

শহরতলীর হাশিমপুর এলাকা থেকে ছেলের জন্য পোষাক কিনতে আসা মোক্তার হোসেন বলেন, এখানকার পোশাকের মান একদম খারাপ না। ছেলের জন্য ১৩০ টাকা দিয়ে হুডি গেঞ্জি কিনলাম। শো রুমে গেলে এমন কোয়ালিটির একটা পোশাক কিনতে বাড়তি টাকা খরচ করতে হত। এখানে অনেকগুলো দোকান বসে তাছাড়া অনেক ধরণের পোশাক পাওয়া যায়। নিজের সাধ্যের মধ্যে পছন্দ মত পোশাক ক্রয় করা সম্ভব।

বিক্রেতা রাকিব হোসেন বলেন, শীত বাড়ার সাথে বিক্রি ভালো হবে। প্রতিদিন গড়ে ৩ হাজার বিক্রি করছি। সামনের দিনগুলো আরও বিক্রি বাড়বে। সন্ধ্যার পর ক্রেতার চাপ থাকে। কেনাবেচা যা হচ্ছে ভালোই।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, এই অস্থায়ী দোকান থেকে কম দামে পছন্দ মত পোষাক ক্রয় করা যায়। যাদের পোশাক কিনতে আলাদা বাজেট থাকে না তারা এখান থেকে সহজে পছন্দ মত পোশাক নিতে পারেন। সাধারণত নিম্ন আয়ের মানুষের জন্য এই সব দোকান থেকে শীতের পোশাক ক্রয় করা সহজলভ্য।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলার ভোরের দোয়া মাহফিল

জানুয়ারি ১, ২০২৬

যেসব ঘটনায় শীর্ষে ছিলো যশোর

ডিসেম্বর ৩১, ২০২৫

দারুল উলূম নওয়াপাড়া মাদরাসার উদ্বোধন

ডিসেম্বর ৩১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.