বাগেরহাট সংবাদদাতা
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি ঘটছে।
বৃহস্পতিবার বিকেলে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, বিশ্বের জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ-বিগ্রহের চিত্র আমরা টেলিভিশনে দেখি, খবরের কাগজের পাতায় পড়ি। আমাদের দেশে ১৫ বছর ধরে শান্তি আছে, দেশ এগিয়ে চলেছে।
সোনাইলতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি সরদার হুমাউন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, সোনাইলতলা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার।
শিরোনাম:
- বাংলার মাটিতে কখনো মৌলবাদের স্থান হয়নি : নার্গিস বেগম
- কল্যাণ রাষ্ট্র গঠনে শিক্ষকরাই মূল চালিকাশক্তি : ভিপি কাদের
- নির্বাচনি জনসভা সফল করতে জরুরি সভা
- যশোরে মানব পাচার প্রতিরোধে কর্মীদলের সভা অনুষ্ঠিত
- যশোরে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ
- মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে যশোরে সেমিনার
- ঝিকরগাছায় হাইমাস্ট টাওয়ার লাইট স্থাপন কাজ উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার স্মরণে জেইউজের দোয়া মঙ্গলবার
