শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৭১ নং টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রীদের যৌন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ৩টায় উপজেলা প্রেসক্লাব হল রুমে রমজানগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মুনছুর আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্য বলেন, ১৭১ নং টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম একজন লম্পট ব্যক্তি। ৭ জুলাই স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের শ্রেণী কক্ষে তার সন্তানের যৌন নিপিড়ন করলে পরে তারা বাড়িতে এসে বিষয়টি জানায়। তার বিরুদ্ধে বার বার এমন ধরনের অভিযোগ উঠলেও মোটা অঙ্কের টাকা ও ক্ষমতার দাপটে বার বার স্থানীয় ভাবে রক্ষা পেয়েছে।

অপারদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কাশেমে সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমার মান-সম্মান এবং স্কুলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অভিযোগ তুলেছে। আমি আগামী কাল মঙ্গলবার সকালে এই বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সাথে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রমাণিত হয় তাহলে আইনগত যে সাজা হবে আমি সেটা মেনে নেব।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version