সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় এক নারীতে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬’র সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার বেলা ১২ টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের পলাশপোল এলাকার মন্টু কারিকরের পুত্র সুলতান আহমেদ, ছাত্তার গাজীর পুত্র আব্দুল গফুর গাজী, পলাশপোলদক্ষিণপাড়ার কামাল হোসেনের পুত্র আব্দুল্লাহ হোসেন জনি এবং কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর পুত্র জুম্মাতুল ইসলাম বনি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশাশুনি উপজেলার ভারসাম্যহীন ওই নারী গত ২৬ আগস্ট বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা শহরে এস পথ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে উদ্ধারের নাম করে সুলতান আহম্মেদ, মো. শান্ত, ফয়সাল বাবু আব্দুল্লাহ হোসেন জনি, আব্দুল গফুর গাজী ও জুম্মাতুল ইসলাম বনি পুকুর থেকে তাকে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে জোরপূর্বক গণধর্ষণ করে।
জনৈক এক ব্যক্তির মোবাইল ফোনে খবর পেয়ে ওই নারীর পিতা সাতক্ষীরা শহরস্থ নিউ মার্কেটের পিছনের একটি বাড়ি থেকে তাকে উদ্ধারের পর ধর্ষণের বিষয়টি জানতে পেরে ওই নারীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version