সাতক্ষীরা সংবাদদাতা
‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই বিশ্বাস বুকে ধারণ করে সাতক্ষীরা জেলা পুলিশের প্রশাসন ও অর্থ এবং ক্রাইম এণ্ড অপস পদোন্নতি প্রাপ্ত দুই এসপির বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সজিব খান এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুর রহমানকে বদলি উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল ডা. আবু হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী এসপিদের ফুলেল শুভেচ্ছো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version