সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় লবণাক্ত এলাকায় চাষাবাদ প্রযুক্তি বিষয়ক চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পার্টনার প্রোগ্রামের আওতায় বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে আমন ধান চাষাবাদ ও বীজ সংরক্ষণ, ধানের রোগ ও পোকামাকড় দমন, রবি ও খরিপ মৌসুমে পতিত জমিতে চাষাবাদ, ঘেরের আইলে সবজি চাষ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে প্রশিক্ষণ দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চিফ সাইন্টিফিক অফিসার (শস্য) ও পার্টনার প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. হারুনূর রশীদ, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (শস্য) ড. জামান উদ্দীন, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিএফআরআই’র সিনিয়র সাইন্টিফিক অফিসার হাশমী সাকিব, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের সাইন্টিফিক অফিসার মশিউর রহমান ও সাইন্টিফিক অফিসার মিলন কবীর।
প্রশিক্ষণে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ও শোভনা ইউনিয়নের ২৫জন কৃষক-কৃষাণী অংশ নেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version