সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মনিরুল ইসলামের শুভেচ্ছা ও মতবিনিময় হয়েছে। শনিবার বেলা ১১ টায় পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার সংবাদদাতা আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরের আলোর ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূত প্রতিনিধি মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন ও আবু জাফর, আলী হোসেন, হাবিবুর রহমান, প্রমুখ।

এ সময় সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত সুন্দর শহর উপহার দেয়ার জন্য পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন সাংবাদিক এবং পুলিশের ভাবনা একই। একই সাথে তিনি সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Share.
Exit mobile version