সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যকর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, কলেজের কৃষি ডিপ্লোমা ৩য় সেমিস্টারের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন, ব্যবসায়ী শিক্ষা বিভাগের শামিম হোসেন, মানবিক বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, আওয়ামী সরকারের পতনের পর কলেজ অধ্যক্ষ পলাতক থাকায় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য তার চাচা নওশাদ আলমকে সভাপতি ও আরেক চাচা আকতারুল ইসলামকে ভাইস চ্যান্সেলর কতৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য এবং সভাপতি কতৃক মনোনিত কলেজের সাবেক ছাত্র শেখ আরিফুর রহমান আলোকে সদস্য করে পারিবারিক কমিটি করেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা উক্ত অবৈধ, পারিবারিক কমিটি মানি না।

আমরা অবিলম্বে উক্ত কমিটি বাতিল করতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version